ঢাকা, রবিবার   ০৮ সেপ্টেম্বর ২০২৪

সলঙ্গায় আসামী ধরতে গিয়ে পুলিশ সদস্যের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১৬, ১৫ জুলাই ২০২৪

সিরাজগঞ্জের সলঙ্গা থানার নলকা ইউনিয়নের এরানদহ গ্রামের আলোচিত হত্যা মামলার প্রধান আসামী নাজমুলকে ধরতে গিয়ে স্বরসতী নদীতে ঝাঁপ দিয়ে উপ-পরিদশর্ক রেজাউল ইসলাম শাহ (৪৫) এর মৃত্যু হয়েছে।

নিহত রেজাউল ইসলাম শাহ রায়গঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তিনি নওগাঁ জেলার সাপাহার গ্রামের তোজাম্মেল হক শাহ এর ছেলে।

সোমবার (১৫ জুলাই) সকাল ১০টার দিকে রায়গঞ্জ উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের রাধানগর গ্রামে এ ঘটনা ঘটেছে।

পুলিশ সুত্রে জানা যায়, রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার এরানদহ গ্রামের চাচার লাঠির আঘাতে ভাতিজা খুন ও ডাকাতি মামলার প্রধান আসামী নাজমুল হাসান (৩০) কে গ্রেফতার অভিযানের সময় আসামী স্বরসতী নদীতে ঝাপ দেয়। এ সময় এসআই রেজাউল ইসলামও নদীতে ঝাপ দেন।

কিন্তু আসামী নদী পার হলেও এসআই রেজাউল নদীর মাঝ খানে তলিয়ে যান। পরে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মী ঘটনাস্থলে পৌছে প্রায় ১ ঘন্টা অভিযান করে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম এ মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এসবি/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি